ফ্রিল্যান্সিং ইনকাম কি হালাল নাকি হারাম ?




ফ্রিল্যান্সিং ইনকাম কি  হালাল নাকি হারাম ? এই নিয়ে অনেকের মাঝে নানা প্রশ্ন, তাই আলহামদুল্লাহ আমি চেষ্টা করবো সঠিক ভাবে কিছু গাইডেলিনে দিতে

ফ্রিল্যান্সিং : প্রথমত ফ্রিল্যান্সিং ইনকাম করা যায় এতে কোন সন্দেহ নাই,আলহামদুল্লাহ অনেক এ মাসে ভালো ইনকাম করে, যা বর্তমান বাজারে  চাকুরী থেকে  ভালো, যাইহোক ফ্রিল্যান্সিং ইনকাম ২ ভাবে হয়, কেউ  হালাল ভাবে ইনকাম করে, আবার কেউ  হারাম ভাবে ইনকাম করে, তবে দুঃখের বিষয় অনেক এ জানেন না কোনটা হালাল আর কোনটা হারাম, তাই আপনি যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছে সেটা হালাল কাজ করে হতে পারে, আবার হারাম কাজ করে ও হবে পারে,মূলত তারাই হালাল হারাম খুঁজে যারা পরকালকে ভয় করে, ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলে হালাল ইনকাম |

আমরা ফ্রিল্যান্সিং এর যে সেক্টর গুলোতে বেশি কাজ করি তাদের নিয়ে আলোচনা : 

ওয়েব ডিজাইন : ওয়েব ডিজাইন নিয়ে অনেক ফ্রিল্যান্সার আছে, যা গণনা করা পসিবলে না, আগে জেনে নি ওয়েব ডিসাইন কি ? ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইট এর সৌন্দর্য তৈয়ারি করা, যে যত সুন্দর ডিজাইন দিয়ে ওয়েবসাইট তৈয়ারি করতে পারে এতে কোন প্রব্লেম নাই, কিন্তু আপনি যদি মেয়েদের  অশ্লীন ছবি দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন  তা হলে সে ডিজাইন দিয়ে আপনার যে ইনকাম হবে তা হালাল হবে না, তাই ডিজাইন যেমনি করেন খারাপ ছবি বা গান ব্যবহার করা যাবে না, ক্লায়েন্ট কে কি বলবেন, আপনি আপনার ধর্মীয় কথা বলে দিবেন,আপনি নরমাল ছবি দিতে পারেন পরে সে দরকার হলে পরিবর্তন করে নিবে, তা হলে আপনার ইনকাম তা হালাল হবে,

ওয়েব ডেভেলপমেন্ট : ওয়েব ডেভেলপমেন্ট করে ইনকাম করা এইখানে ও হালাল হারাম আছে , আপনি খারাপ ভিডিও , গান, ছবি , সুদের বিসনেস, জুয়া, ইত্যাদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দেন তা হলে ইনকাম হালাল হবে না, সুদের ওয়েবসাইট এইখানে তেমন ছবি বা ভিডিও থাকে না কিন্তু এইটা হারাম, কিন্তু আপনি যদি ইউটুবে এর মতো ওয়েবসাইট ডেভেলপ করে দেন কিন্তু সেখানে ভালো ইসলামিক ভিডিও থাকে তা হলে আপনার জন্য হালাল হবে, এক কোথায় গুনা করার রাস্তা করে দেন তা হলে আপনার ইনকাম কোন দিন হালাল হবে না, তাই কাজ করার আগে জেনে নিবেন

গ্রাফিক্স ডিজাইন : সবচেয়ে বেশি ছবি নিয়ে কাজ করা হয় গ্রাফিক্স ডিসাইনে সো মানুষ অথবা কোন প্রাণীর ছবি এডিট করা হারাম, কিন্তু আপনি লোগো, বিল বোর্ড, বেনার, ইত্যাদি করতে পারেন যেখানে মানুষ বা প্রাণীর ছবি এডিট করা লাগবে না সে সব কাজ আপনি করতে পারেন, তবে মানুষ ছবি তোলে কি ? অনেক এ বলে ছবি তোলা যাবে কিন্তু তা এডিট করা যাবে না, কারণ আমরা আয়নার সামনে আমাদের রিয়েল ছবি দেখি তাই আমরা মোবাইল বা ক্যামেরা দিয়ে যে ছবি তোলে তা আমার রিয়েল ছবি এ আসে, কিন্তু না তোলাই ভালো, ছবি তোলা জায়েজ হলে ও তা এডিট করা হারাম, গ্রাফিক্স ডিজাইনে এডিট আর কাজ বেশি তাই হালাল ইনকাম করা অনেকটাই কঠিন হবে ,অনেক এ বলবেন এখন আমরা কি করবো , তার সমাধান হলো বিক্রয় করবেন পণ্য, পণ্যের ছবির সাথে মেয়ের ছবি দিলে বেশি বিক্রয় হবে, ইম্পসিবলে রিজিক আল্লাহর কাছে


এফিলিয়েট মার্কেটিং : এফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বিক্রয় করে যে কমিশন আসবে তাকে বুজায়, এই খানে আপনি খারাপ বা ইলিগ্যাল পণ্য বিক্রয় না করলে হবে, মার্কেটিং করার সময় পণ্যের সঠিক তথ্য এবং মেয়ের ছবি না দিয়ে পণ্যের ছবি দিন, এফিলিয়াট মার্কেটিং এ হালাল ইনকাম করা খুব সহজ

ইউটিউব এডসেন্স : এটা সম্পূর্ণ হারাম, কারণ ইউটুবে যে অ্যাড গুলো আসে তার ৫০% বেশি অ্যাড খারাপ অ্যাড, আপনি চাইলে ও সে অ্যাড গুলো কে ব্লক করতে পারবেন না, তবে অনেক খানি ব্লক করা যায়, সম্পূর্ণ পারা যায় না,  তাই এই ইনকাম সারাজীবনের জন্য হারাম



ফ্রিল্যান্সিং ইনকাম কি হালাল নাকি হারাম ? ফ্রিল্যান্সিং ইনকাম কি  হালাল নাকি হারাম ? Reviewed by Webcoder-IT on June 10, 2019 Rating: 5

9 comments:

  1. খুব ভালো লাগলো আপনার কথা।

    ReplyDelete
  2. ভাই ওয়েব ডিজাইন যে ওয়েব সাইট-এ এড দেখায় এটাকি হালাল নাকি হারাম?

    ReplyDelete
  3. উত্তর দাতার নাম পরিচয় জানতে পারলে ভালো লাগতো

    ReplyDelete
  4. উত্তরদাতার নাম পরিচয় জানতে চাই

    ReplyDelete
    Replies
    1. Address: House#06, Level#03 Road-1/A, Sector#09 Housebuilding, Uttara Dhaka-1230 Dhaka, 1230
      Mail Us:
      info@webcoder-it.com
      Phone Us:
      Phone: 01814-812233

      Delete
  5. Address: House#06, Level#03 Road-1/A, Sector#09 Housebuilding, Uttara Dhaka-1230 Dhaka, 1230
    Mail Us:
    info@webcoder-it.com
    Phone Us:
    Phone: 01814-812233

    ReplyDelete

Powered by Blogger.